দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা পিডিএফ বই | The power of habit pdf book bangla

the power of habit pdf book bangla | দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা পিডিএফ বই
the power of habit pdf book bangla | দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা পিডিএফ বই

দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা pdf download,দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং pdf,দ্য ৪৮ লস অফ পাওয়ার,এটমিক হ্যাবিটস বাংলা pdf,দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফা * pdf,থিংক অ্যান্ড গ্রো রিচ বাংলা pdf download,দ্য পাওয়ার অব হ্যাবিট চার্লস ডুহিগ,আত্ম উন্নয়ন বই pdf download


The power of habit pdf book bangla | দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা pdf download

পাওয়ার অফ হ্যাবিট। এই বইটি চমৎকার একটি বই। এই বউ পড়ে আপনি আপনার আত্ম উন্নয়নমূলক অনেক কিছু বৃদ্ধি করতে পারবেন। মানসিকতা এবং ব্যক্তিত্ব বিকাশে আত্ন উন্নয়নের বিকল্প নেই। এই বইয়ের মধ্যে অধ্যায়ভিত্তিক বিভিন্ন পার্টিশনে আলোচনা করা হয়েছে। এই বইয়ে মোট তিনটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে ব্যক্তিগত অভ্যাসের উপর তিনটি পার্টিশন আছে। তাহলে ১।অভ্যাসের প্রাচীর কিভাবে অভ্যাস কাজ করে 


২।আকাঙ্ক্ষিত মস্তিষ্ক কি করে নতুন অভ্যাস করতে হয়, ৩। এবং অভ্যাস পরিবর্তনের মূল নিয়ম কি করে পরিবর্তন আসলে হয়।


দ্বিতীয় অধ্যায়ের সকল প্রতিষ্ঠানগুলোর অভ্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে কৃষ্টনের অভ্যাস গুলোর কিংবা পল ও নীল এর সাফল্য গল্প কোন অভ্যাসগুলো আসলে কাজে দেয়। ২।স্টার বক্স এবং তাদের সাফল্যের অভ্যাস যখন ইচ্ছে চুক্তিতেই আপনা আপনি চলে আসে। 


৩।বিপদের শক্তি নেতারা কি করে আচমকায় ঘটনাগুলোকে অভ্যাসে পরিণত করে। 


৪।যখন লক্ষ্যই জানে কি তুমি চাও কাজে নামার আগেই যেভাবে বিজ্ঞাপন অভ্যাস অনুমান করে বা পরিবর্তন করে দেয় মানুষকে।


বইটি সম্পূর্ণ পূরণ এবং ভালোভাবে আত্ম উন্নয়নমূলক কিভাবে অভ্যাস মানুষকে পরিবর্তন করে সেটা জেনে নিন।





বই সম্পর্কিত তথ্যঃ

Book Name: দ্যা পাওয়ার অফ হ্যাবিট

Book Category : মটিভেশনাল বই, Bangla Books,

Book Writer: চার্লস ডুহিগ, রুপান্তরঃ শহীদুল ইসলাম নাহিদ

Book Format: Portable Document File - PDF File

Book Language: Bengali

Book info:   14.1 Megabytes and 252 Pages

Book Courtesy: Shahadat Hossain Sumon .


Book Review: দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা pdf download

সে ছিল বিজ্ঞানীদের প্রিয় একজন। লিসা এলেন, তার ফাইলে দেখাচ্ছে তার বয়স 34 বছর। তিনি 16 বছর বয়স থেকে ধূমপান শুরু করেন। স্থূলকায় হয়ে যাচ্ছেন এবং এই ব্যাপারটা নিয়ে দিন বদ যুদ্ধ করে গিয়েছেন।গত এক বছর ধরে এজেন্সি তাকে তাদের পাওনা 10000 ডলারের জন্য যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তার এক চাকরি সর্বোচ্চ এক বছর থাকা হয়েছে। গবেষকদের সামনে আজকে যিনি রয়েছেন নি তার প্রচুর মেদ জড়িয়েছেন দৌড়িয়ে। 


 বোর্ডে টানানো ছবির সাথে আজকের ওনার কোন মিল নেই। এবং বলাই বাহুল্য এই রুমের সবচেয়ে পরিশ্রমী মহিলা তিনি। তার ফাইলের বর্তমান ফলাফল জানাচ্ছে যে তিনি এখন ঋণমুক্ত। নেশাদ্রব্য  স্পর্শ করেন এবং গত 30 মাস ধরে তিনি একটি গ্রাফিক ডিজাইনমে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছেন।


তুমি শেষ কবে সিগারেট খেয়েছিলে? চিকিৎসকদের একজন তাকে জিজ্ঞেস করল।এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে লিসা ভাবতে লাগলো, প্রতিবার এই রুমে আসার পর তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়। প্রথম যেদিন বৃথিস্টা থেকে এসে এখানে সেদিন থেকেই।


প্রায় চার বছর হল কে বলল এবং আমি প্রায় 60 কেজী ওজন কমিয়েছি, ম্যারাথন দৌড়েও নিজের নাম লিখেছি। বাসায় এখন তার স্নাতকোত্তর সনদ আছে এবং এই অর্জনের সীমা পরিসীমা বেড়েই চলেছে।


এই রুমে বিজ্ঞানী ছাড়াও আরো রয়েছেন স্নায়ু বিজ্ঞানী সমাজবিজ্ঞানী। গত তিন বছর ধরে তারা লিসার মতন আরো অনেক মাদকাসক্ত মদ্যপায়ী এবং আরো ভয়ঙ্কর অভ্যাসের মানুষের চিকিৎসা করে যাচ্ছেন।


সকলের মধ্যে একটি মিল আছে আর তা হলো গত কয়েক বছরে তারা তাদের অভ্যাসকে বদলে ফেলেছে। গবেষকরা জানতে চায় কি করে এটা সম্ভব হলো? আর তাই তারা এই রুম বা বাড়ির আশেপাশে অনেকগুলো ক্যামেরা রাখলো তারা তাদের রোগীদের ডিএনএ পরীক্ষা করল, তাদের মস্তিষ্কের বিভিন্ন গতিবিধি লক্ষ্য করতে থাকলো।


গবেষকদের মূল লক্ষ্য কি করে তাদের স্নায়ুতে তাদের অভ্যাসগুলো কাজ করে আর কি করি বা তারা তাদের অভ্যাস বদলে ফেলে।


আমি জানি তুমি এই গল্পটা আরো এক ডজন বার বলেছো। লিসার দিকে তাকিয়ে তার চিকিৎসক বলল। কিন্তু আমার সহকারীদের জন্য তুমি আরেকটি বার বলো তুমি কি করে সিগারেট ছাড়তে পারলে?



Download PDF File: The power of habit pdf book bangla

Click the Button Below to Download the File.

Download Now



বইটি কিনতে এখানে ক্লিক করুনঃ  Click Here


Remarks/Key-Words:  

দ্যা পাওয়ার অফ হ্যাবিট বাংলা pdf download,দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং pdf,দ্য ৪৮ লস অফ পাওয়ার,এটমিক হ্যাবিটস বাংলা pdf,দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফা * pdf,থিংক অ্যান্ড গ্রো রিচ বাংলা pdf download,দ্য পাওয়ার অব হ্যাবিট চার্লস ডুহিগ,আত্ম উন্নয়ন বই pdf download



আরো পড়ুণঃ   বায়েজিদ বোস্তামীর জীবনী ‍পিডিএফ বই

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন