দ্যা ফাইভ সেকেন্ড রুল বই | The Five Secound Role Book |
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছেঃ
আগেই বলেছি এই বইটি একটি যুগান্তকারী বই। আপনি যদি এই বইটি মনোযোগ সহকারে পড়েন আপনার আত্মকেন্দ্রিক উন্নয়নমূলক ব্যক্তিত্ব প্রকাশ পাবে। আপনি আপনার জীবনের সর্ব ক্ষেত্রে সফলতার ধার উন্মোচন করতে পারবেন। দ্যা ফাইভ সেকেন্ড রুল বইটি একটি জাদুকরী বই হিসেবে বর্তমান বিশ্বে প্রচলিত।
ইংলিশ লেখক মেল রবিনস এই বইতে মানুষের আত্মকেন্দ্রিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন প্রসেস এবং প্রক্রিয়া এই বইতে আলোচনা করেছেন। বাংলাদেশের আনিস কবির স্যার মেল রবিন্সের দি 5 সেকেন্ড রুল বইটি বাংলায় বঙ্গানুবাদ করেছেন।
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির বিষয়বস্তু কি?
দি 5 সেকেন্ড রোল বইটিতে নিচে দেওয়া টপিক গুলোর উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দি 5 সেকেন্ড রুল বইটির এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই আপনার যুগান্তরকারী বই হিসেবে মনে হবে। দি 5 সেকেন্ড রোল বইটি পড়ার মাধ্যমে আপনি খুঁজে পাবেন আপনার আত্মকেন্দ্রিক নিজস্ব ব্যক্তিসত্তা। যা কাজে লাগবে আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে সার্বজনীন কাজে।
- আপনার জীবন বদলে দেয়া ৬ সেকেন্ড সময়
- কেমন করে 5 সেকেন্ড রুলটি আবিষ্কার করলাম?
- এর ব্যবহারের মাধ্যমে আপনি কি আশা করতে পারেন?
- কেন এই বিধি বা রুলটি কাজ করে?
- প্রাত্যহিক মনোবল
- অপেক্ষা কিসের?
- নতুন অনুভব
- কেমন করে শুরু করতে হবে?
- স্বাস্থ্যের উন্নতি
- উৎপাদনশীলতা বৃদ্ধি
- দীর্ঘসূত্রতার সমাপ্তি
- দুশ্চিন্তা থেকে মুক্তি
- উদ্বেগের অবসান
- ভয়কে জয় করা
- সত্যিকারের আত্মবিশ্বাস সৃষ্টি
- প্রবল ভালো লাগার পেছনে ছোটা
- সম্পর্ক উন্নয়ন
আরও পড়ুন: ব্লগারে কাস্টম ডোমেইন কিভাবে সেটাপ করতে হয়
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির লেখক পরিচিতিঃ
দি 5 সেকেন্ড রুল বইটির লেখিকা হচ্ছেন মেল রবিনস(মেলানি)।তিনি একজন আমেরিকান নাগরিক। তিনি 1968 সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। মেলা নিয়ে একজন আমেরিকান নারী টেলিভিশন ধারাভাষ্যকার, লেখক এবং প্রেরণাপ্রদানকারী বক্তা।
তিনি বড় হয়েছেন মিশিগান অঙ্গরাজ্যের উত্তর মস্কা গান শহরে। 1968 সাল থেকে 1990 সাল পর্যন্ত মেয়র ডার্ট মাউথ কলেজে ইতিহাস ছায়াছবি এবং নারী বিষয়ের উপর পড়াশোনা করেছেন। 1994 সালে বোস্টন কলেজের ল স্কুল থেকে তিনি আইন বিভাগের স্নাতক ডিগ্রী অর্জন করেন। 1996 সালে বিয়ে করেন রবিনস কে উদ্যোক্তা, রেস্তোর মালিক এবং ইয়োগা শিক্ষক। বিবাহিত জীবনে তাদের তিন সন্তান রয়েছে।
আরও পড়ুন: ডাউনলোড টাইমার বাটন কিভাবে সেট করতে হয়
2014 সালে মেল তার অসাধারণ টেলিভিশন ব্যবস্থাপনার জন্য প্রেসি অ্যাওয়ার্ডে ভূষিত হন। 2011 সালে প্রকাশিত হয় তার প্রথম বই স্টপ সুইং ইউ আর ফাইন। ফেব্রুয়ারি 28 2017 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই দা 5 সেকেন্ড রুল। প্রকাশিত হওয়ার পর অডিও সংস্কারটি ছিল সর্বাধিক শত্রু এবং 2017 সালে আমাজন এর ষষ্ঠ সর্বাধিক গঠিত বই ।
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির পিডিএফ ভার্ষণ ডাউনলোড করুনঃ
দ্যা ফাইভ সেকেন্ড রুল বইটির বাংলা পিডিএফ ভার্সন ডাউনলোড করতে চাইলে নিজের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Click the Button Below to Download the File.
Click the Button Below to Download the File.
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির পিডিএফ ভার্ষণ পড়ুণঃ
আরও পড়ুন: ব্লগারে কাস্টম ফ্রন্টস কিভাবে সেট করবো
The 5 Second Rule: Mel Robbins - দ্য ফাইভ সেকেন্ড রুল বইটির হার্ডকপি ক্রয় করতে চাইলে এখানে ক্লিক করুনঃ
এই আর্টিকেলের উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতিমান হয় যে, দ্যা 5 সেকেন্ড রুল বইটি যুগান্তকারী, উপযোগী, আত্মকেন্দ্রিক উন্নয়নমূলক বই। দি 5 সেকেন্ড রুল বইটি পড়ে আপনি অনেক প্রকার সুবিধা পাবেন এবং নিজের জ্ঞানকে আরো বেশি বৃদ্ধি করতে পারবেন।
পাঠকদের সুবিধার্থে আমরা এই বইটিকে পিডিএফ ভার্সন অনলাইনে পড়ার সুযোগ করেছি এই আর্টিকেলের মধ্যে। এবং আপনি চাইলে এই ভার্সনটি ডাউনলোড করেও পড়তে পারেন। যেকোনো প্রকার বই প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টে জানান। অবশ্যই আপনার মূল্যবান মতামত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বায়েজিদ বোস্তামীর জীবনী পিডিএফ বই
একটি মন্তব্য পোস্ট করুন