ব্লগারে কাস্টম ডোমেইন কিভাবে সেটাপ করতে হয় | How to set up a custom domain on a Blogger website

ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করবো
ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করবো
ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য ব্লগার হচ্ছে গুগল এর একটি ফ্রি প্লাটফর্ম। প্রাথমিকভাবে ব্লগার ওয়েবসাইটে ব্লগ স্পট (blogspot.com) সাব-ডোমেইন প্রোভাইড করে থাকে। যেমনঃ myblog.blogspot.com

আমরা এই আর্টিকেলের মাধ্যমে ধারাবাহিক ভাবে জানাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করা যায়। আপনি যদি আপনার ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

How to SetUp Custom Domain on Blogger (Using CNAME Records and A Records)-How to set up a custom domain on a Blogger website

আগেই বলেছি, আপনি যদি ব্লগার প্লাটফর্ম থেকে ব্লগ ওয়েবসাইট ওপেন বা তৈরি করেন তাহলে ব্লগার আপনাকে blogspot.com এর সাব-ডোমেইন প্রোভাইট করবে। আপনার ব্লগ ওয়েবসাইট কে প্রফেশনাল মানের করতে হলে অবশ্যই আপনার ব্লগ সাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করতে হবে। এবং আপনি যদি আপনার ব্লগ সাইটটি গুগল এডসেন্স অ্যাপ্রুভ করতে চান তাহলে কাস্টম ডোমেইন এর বিকল্প নেই। বিভিন্ন দেশে-বিদেশি হোস্টিং-ডোমেইন প্রোভাইডার কোম্পানি থেকে আপনাকে কাস্টম ডোমেইন ক্রয় করে নিতে হবে।


এ আর্টিকেল-এর মধ্যে যা যা আলোচনা করা হয়েছেঃ

  • কাস্টম ডোমেইন কি? 
  • ব্লগার ওয়েবসাইটের মধ্যে কেন কাস্টম ডোমেইন ব্যবহার করা হয়? 
  • ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করা যায়? 
  • FAQ
  • মন্তব্য


কাস্টম ডোমেইন কি?

বাংলায় স্থান বা ঠিকানা এর ইংরেজি শব্দ হলো Domain. ইন্টারনেট জগতে নির্দিষ্ট ওয়েবসাইটটির নাম হিসেবে ডোমেইন ব্যবহার  করা হয়ে থাকে। ডোমেইন কি? আসুন জানা যাক। প্রত্যেকটি ডোমেইনের একটি নির্দিষ্ট আইপি এড্রেস থাকে। আর এই আইপি এড্রেস দিয়ে ইন্টারনেটে ওয়েবসাইট গুলোকে খুঁজে বের করা বা আইপি এড্রেস মনে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আইপি অ্যাড্রেস এর বিপরীতে ডোমেইন নেম ব্যবহার করা হয়ে থাকে। মূলত আইপি অ্যাড্রেস এর বিপরীতে ডোমেইন নেম ওয়েবসাইট খুজে পেতে সুপার পজিশন এর মত কাজ করে।


ব্লগার ওয়েবসাইটের মধ্যে কেন কাস্টম ডোমেইন ব্যবহার করা হয়? 

ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেন ব্যবহার করার অনেকগুলো কারণ রয়েছে। যার মধ্য থেকে কিছু এখানে আলোচনা করা হলো-


ব্র্যান্ড তৈরির ক্ষেত্রেঃ আপনার একটি নিজস্ব ওয়েবসাইট আছে। যা আপনি আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন। বা একটি ব্লগ সাইট রয়েছে,  এটির মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় ব্লগ গুলো পাবলিস্ট করে থাকেন। এক্ষেত্রে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার পার্সোনাল ব্লগ ওয়েবসাইট যদি আপনার পছন্দ মতো নির্দিষ্ট নামে না হয় তাহলে ব্র্যান্ডিং তৈরির ক্ষেত্রে বিঘ্ন ঘটে। তাই ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে কাস্টম ডোমেইনের বিকল্প নেই।


সহজে মনে রাখার জন্যঃ এই আর্টিকেলের মধ্যে আগেই আলোচনা হয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটি আইপি এড্রেস রয়েছে। যা লিখে সার্চ করলে ওই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করা যায়। কিন্তু পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি ওয়েবসাইট রয়েছে যেগুলোর আইপি এড্রেস সহজে মনে রাখা সম্ভব নয়। তাই ওয়েবসাইট গুলোকে  সহজে মনে রাখার জন্য ডোমেইন ব্যবহার করা হয়। যাতে নির্দিষ্ট ডোমেইন নামে সার্চ করলেই কাঙ্খিত ওয়েবসাইট সহজে খুঁজে পাওয়া যায়।


প্রফেশনাল মানের দেখার জন্যঃ আপনার পছন্দের ব্লগসাইট বা ব্যবসায়িক ওয়েবসাইটটি যদি কোন সাব ডোমেইন এ অন্তর্গত থাকে তাহলে এটা দেখতে প্রফেশনাল লাগেনা। যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটি কাস্টম ডোমেইন সেট করবেন তাহলে এটি দেখতে প্রফেশনাল লাগবে।


মাল্টিপল ইউজঃ উপরোক্ত ব্যবহার ছাড়াও আরো বহুবিদ কারণে কাস্টম ডোমেইন  ব্যবহার করা হয়ে থাকে।আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন ব্যবহার করেন  তাহলে আপনি কাস্টম ডোমেইনের সাথে মিল রেখে আপনার বিজনেস ইমেইল একাউন্ট তৈরি করতে পারবেন। যা আপনার নিজস্ব ব্যবসায়িক ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে।


ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করা যায়? 

আর্টিকেলের মূল পয়েন্টে চলে এসেছি। এই অংশে আমরা আলোচনা করবো ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করা যায়। ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য ব্লগারের ড্যাশবোর্ডের সেটিং অপশনে কাজ করতে হয়। এবং যে ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন ক্রয় করবেন সেই প্রোভাইডারের ড্যাশ বোর্ডেও কাজ করতে হয়। ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেট করার জন্য  স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করা হলোঃ-


লক্ষণীয় বিষয়ঃ ব্লগার ওয়েবসাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করতে হলে দুইটি CNAME RECORD এবং চারটি (A) - Records মোট ০৬ টি রেকর্ডস ডোমেইন প্যানেল/সেটিংস-এর  Advanced DNS অপশনে যুক্ত করতে হয়। ব্লগারের ড্যাশবোর্ডের সেটিংস অপশন এর custom domain থেকে দুইটি CNAME RECORD এর তথ্য নিয়ে ডোমেইন প্যানেলের এডভান্স ডিএনএস অপশনে  প্রথমে যুক্ত করতে হবে এবং পরে চারটি A-Records যুক্ত করতে হয়

 লক্ষ্য রাখতে হবে প্রথমে ডোমেইনের advanced DNS অপশনের রেকর্ড গুলো সেভ করতে হবে  তারপর ব্লগার ড্যাশবোর্ডের সেটিং অপশন এর custom domain সেভ করতে হবে। তারপর HTTPS এবং HTTPS redirect অপশন অন করতে হবে।


স্টেপ (১) - ডোমেইন নাম ক্রয়ঃ

আপনাকে আপনার ব্লগার প্লাটফর্ম থেকে তৈরি করা ওয়েবসাইট অর্থাৎ ব্লগার সাইটের মধ্যে কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য প্রথমে আপনাকে যে কোন ডোমেইন প্রোভাইডার কোম্পানির কাছ থেকে ডোমেইন ক্রয় করতে হবে। বিভিন্ন ডোমেন প্রোভাইডার কোম্পানি রয়েছে। নিচের যে-কোনো কোম্পানি থেকে চাইলে আপনি ডোমেন ক্রয় করতে পারেন। যেমনঃ NamecheapGoDaddyDomain.comBluehostDynadotDreamHost, HostGatorHostingerName.com



স্টেপ (২) - ব্লগার ড্যাশ বোর্ড এর কাজঃ


১.  প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। 

২.  তারপর সেখান থেকে সেটিংস এ ক্লিক করুন। 

৩.  সেটিং অপশন থেকে স্ক্রল ডাউন করে Publishing - পাবলিশিং অপশনে Custom domain - কাস্টম ডোমেইন এ ক্লিক করুন। 

How to set up a custom domain on a Blogger website
How to set up a custom domain on a Blogger website



৪.  তারপর কাস্টম ডোমেইনে আপনার ক্রয়কৃত ডোমেইন নামটি যেমন www.domen.com লিখুন। এবং save করুন।

How to set up a custom domain on a Blogger website
How to set up a custom domain on a Blogger website



৫.    সেভ-এ ক্লিক করার পর নিচে দেওয়া ছবির মতো একটি পপআপ শো করবে। এখান থেকে ২ টি CNAME Record পাবেন।  এই  ২ টি CNAME Record 
ডোমেইন প্যানেলের ড্যাশ বোর্ডে advanced DNS এ save করতে হবে। 


How to set up a custom domain on a Blogger website
How to set up a custom domain on a Blogger website

৫.   save করার পর একটি পপআপ বক্স শো করবে। সেখান থেকে ২ টি CNAME Record পাবেন। সে গুলো আপনার ডোমেইন প্যানেলের ড্যাশ বোর্ডে advanced DNS এ save করতে হবে। 

৬.  এখন পপআপটি সেভ না করে ডোমেইন প্যানেলের এডভান্স ডিএনএস অপশনে মোট ০৬ টি ডিএনএস রেকর্ড সেভ করুণ। তার পর এই পপআপটি সেভ করুন সবার শেষে।


৭.  তারপর ব্লগার ড্যাশবোর্ডের এই পপআপ বক্সটি ওপেন করা অবস্থায় ডোমেইন প্যানেলের এডভান্স ডিএনএস অপশনে কাজ করুন এবং পরে এটি সেভ করুন।






স্টেপ (৩) - ডোমেইন প্যানেলের ড্যাশ-বোর্ডে কাজঃ

আমরা এই আর্টিকেলের মধ্যে নেইমচিপ এর ড্যাশবোর্ড এর টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো। তবে প্রত্যেক ডোমেইন কন্ট্রোল প্যানেলের প্রসেসিং সিস্টেম প্রায় একই ধরনের হয়ে থাকে।

১. প্রথমে নেম চিপ এর ডোমেইন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। 

২. এখন যে ডোমেইনটি ব্লগার সাইটের সাথে এড করতে চাচ্ছেন সেই ডোমেইনের Manage এ ক্লিক করুন। 

৩. তারপর Advaced DNS এ ক্লিক করুন 

৪.   তারপর ADD NEW RECORD এ ক্লিক করুন 

৫.   এরপর ব্লগার ড্যাসবোর্ড থেকে যে দুটি CNAME RECORD  পাওয়া গেছে প্রথমে দুটি CNAME RECORD এখানে এড করুন। তারপর গুগলের ৪ টি A - Record পর পর Save করুন।  A - Record - এর  জন্য এখানে ক্লিক করুন   এখন মোট ০৬ টি ডিএনএস রেকর্ড ডোমেইন প্যানেলের এডভান্স ডিএনএস অপশনে এড/ইনপুট করার পর সেভ করুন।


How to set up a custom domain on a Blogger website
How to set up a custom domain on a Blogger website


৬. তারপর ব্লগারের  ৪টি A-Records এখানে যুক্ত করুন। 


৭.  A-Record এর জন্য এখানে ক্লিক করুন।

চারটি  A-Record হলো-

216.239.32.21

216.239.34.21

216.239.36.21

216.239.38.21

৮.  মনে রাখবেন A-Record যুক্ত করার সময় হোস্ট অপশনে @ চিহ্ন ব্যবহার করবেন  এবং CNAME RECORDS  যুক্ত করার সময় ১ম হোস্ট অপশনে www  চিহ্ন ব্যবহার করবেন । এবং ২য় হোস্ট অপশনে ব্লগার ড্যাসবোর্ড থেকে যেটি পাবেন সেটি ব্যবহার করবেন।

9.  তারপর ব্লগার ড্যাশবোর্ডে এসে কিছু সময় অপেক্ষা করে আবার সেভ এ  ক্লিক করুন।

১0.  এখন আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ডে যান এবং সেটিং অপশনে গিয়ে Redirect domain on করুন।

১১.   তারপর HTTPS এবং HTTPS redirect অপশন অন করুন।


সব কাজ শেষ হওয়ার পর সাইট রেডি হওয়ার জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করুন। 


আপনি যদি এই আর্টিকেলের ইনস্ট্রাকশন মত সব কাজ ঠিকঠাক মত করে থাকেন, তাহলে ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন যুক্ত করতে হয় আপনি জেনে গেছেন।



FAQHow to add custom Domain in Blogger

প্রশ্নঃ ব্লগার ওয়েবসাইটে কি কাস্টম ডোমেইন চেঞ্জ করা যায়? 

উত্তরঃ হ্যাঁ, ব্লগার ওয়েবসাইটের মধ্যে আপনি যেকোনো সময় কাস্টম জমেন্ট পরিবর্তন করতে পারবেন। 

প্রশ্নঃ ডোমেইন কতদিন পর পর রিনিউ করা লাগে? 

উত্তরঃ সাধারণত কমপক্ষে এক বছর পর পর ডোমেন রিনিউ করা লাগে কিন্তু আপনি চাইলে দুই বছর বা তার বেশি সময় নিউ করতে পারবেন। 

প্রশ্নঃ কাস্টম ডোমেইন সেটআপ করার পর কাজ করতে কত সময় লাগে? 

উত্তরঃ কাস্টম ডোমেইন সেটআপ দেওয়ার পর সাধারণত এক থেকে দুই ঘন্টার মধ্যে সাইট এভেলেবেল হয়ে যায়।



মন্তব্যঃ

এই আর্টিকেল এর মধ্যে সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ ভাবে বোঝানো হয়েছে যে, ব্লগার ওয়েবসাইটে কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করতে হয়। এ আর্টিকেলটি পুরো পড়েও যদি আপনার ব্লগার সাইটে কাস্টম ডোমেইন সেটআপ করতে কোন প্রকার সমস্যা হয়, তাহলে আমাদেরকে আর্টিকেলের কমেন্টে জানান। 

অতি দ্রুত আমাদের সাপোর্ট টিম আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। ব্লগার ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় তথ্য,এবং কার্যকরী টিপস পেতে সবসময় আমাদের এই ওয়েবসাইট ভিজিট করুন। আমরা সবসময় ব্লগার ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় নিত্য নতুন আপডেট, সব ধরনের আর্টিকেল এখানে পাবলিস্ট করে থাকি।


আরো পড়ুনঃ      কিভাবে ব্লগার ওয়েবসাইটে কোডবক্স এড করতে হয়?


Key Words: কাস্টম ডোমেইন সেটআপ, set up a custom domain,Set up a custom domain dns,Google Domains,Custom domain example,Custom domain free,Custom domain Google Sites,Custom domain extension,How to get a custom domain,Free custom domain for Blogger






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post