কিভাবে বাংলা তারিখ ও সময় এইচটিএমএল কোড পাবেন | How to get bangla date and time html code

 

How to get bangla date and time html code
How to get bangla date and time html code

যারা ব্লগারের ব্লগ স্পট সাইট ব্যবহার করেন তাদের জন্য এই পোস্টটি অনেক প্রয়োজনীয়। কারণ ব্লগারের ব্লগ স্পট সাইটে কোন ফিচার ব্যবহার করতে হলে কোড লিখে সেগুলো ব্যবহার করতে হয়। কারণ ওয়ার্ডপ্রেস সাইটের মত কোন প্রকার প্লাগিং ব্লগারের ব্লগ স্পট সাইটে ব্যবহার করা যায় না।

ব্লগ স্পট সাইট দিয়ে তৈরি অনেক সাইটের মধ্যে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করার প্রয়োজন পরে।বিভিন্ন বাংলা ব্লগ সাইট অথবা নিউজ সাইটের ক্ষেত্রে এটা বিশেষ প্রয়োজনীয়।

আপনি যদি আপনার ব্লগার সাইটের মধ্যে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করতে বা সো করাতে চান তাহলে আপনাকে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। এবং এই পোস্টে  আছে যে কোডসমূহ তা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক ব্লগার সাইটের মধ্যে কিভাবে বাংলা তারিখ করা যায়।

বিশেষ করে ব্লগার সাইটের মধ্যে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করতে হলে আপনাকে সাইট বার অথবা উপরের মেনুবারের সাথে এইচটিএমএল কোড ব্যবহার করে বাংলা তারিখ এবং সময় দেখাতে হয়।

কিভাবে বাংলা তারিখ ও সময় এইচটিএমএল কোড পাবেন | How to get bangla date and time html code

টেবিল অফ কনটেন্টঃ

  • ব্লগার ওয়েবসাইটে বাংলা তারিখ  এবং সময় কোথায় ব্যবহার করা যায়? 
  • কোডসমূহ কিভাবে ব্যবহার করতে হয় 
  • কোড সমূহ কি মোবাইল ফ্রেন্ডলি?
  • বাংলা তারিখ এবং সময় এর কোড সমূহ ডাউনলোড/ কপি-পেস্ট
  •  FAQs  সেকশন
  • মন্তব্য

ব্লগার ওয়েবসাইটে বাংলা তারিখ  এবং সময় কোথায় ব্যবহার করা যায়?

ব্লগার সাইটে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করার জন্য আপনাকে এইচটিএমএলৃ কোড সমূহকে এড গ্যাজেটে এইচটিএমএল অপশনে বসাতে হবে। এই পোস্টের ডাউনলোড অপশন থেকে কাঙ্ক্ষিত কোড সমূহ ডাউনলোড করে অ্যাড এ গেজেট অপশনে বসাতে হবে।

How to get bangla date and time html code
How to get bangla date and time html code

বাংলা তারিখ এবং সময় কোড সমূহ ব্যবহার করতে হলে ওয়েবসাইটের সাইটবার অথবা হেডার সাইডের এড গেজেট অপশনে কোড সমুহ পেস্ট করতে হবে

বাংলা তারিখ এবং সময় কোড সমূহ কিভাবে ব্যবহার করতে হয় 

ব্লগার ওয়েবসাইটে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করতে হলে আপনাকে নিম্নোক্ত পদ্ধতি সমূহ অবলম্বন করতে হবেঃ
How to get bangla date and time html code
How to get bangla date and time html code

    • প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে যেতে হবে 
    • তারপর ড্যাশবোর্ড থেকে Layout অপশনে যেতে হবে
    • তারপর আপনি আপনার ওয়েবসাইটের যেখানে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করতে চান বা দেখাতে চান সেখানে যেতে হবে। 
    • add a Gadget অপশন থেকে HTML/JavaScript এ click করতে হবে।
    • তারপর কাঙ্খিত কোড সমূহ (এ পোস্টের নিচে কোড দেওয়া আছে)-সেগুলো পেস্ট করতে হবে। 
    • সেভ করে দিতে হবে।

কোড সমূহ কি মোবাইল ফ্রেন্ডলি?

এই পোস্টের মধ্যে ব্যবহৃত বাংলা তারিখ এবং সময় এর কোড সমূহ সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি। আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এবং বাংলা তারিখ এবং সময় এ পোস্টের কোড সমূহ দিয়ে তৈরি করেন তাহলে তা হবে সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি। যেকোনো ডিভাইস দিয়ে আপনি এটিকে সম্পূর্ণ ভাবে ব্যবহার করতে পারবেন।

বাংলা তারিখ এবং সময় এর কোড সমূহ ডাউনলোড 

যে কোন ব্লগার ব্লগ স্পট ওয়েবসাইটের মধ্যে বাংলা তারিখ এবং সময় প্রদর্শন করানোর জন্য নিম্নোক্ত কোড সমূহ ডাউনলোড/কপি করে ব্যবহার করা যাবে। আপনার সাইটের মধ্যে নিম্নোক্ত কোড সমুহ ব্যবহার করতে চাইলে কোড এর কপি টু ক্লিপবোর্ড অপশন থেকে কপি করে ব্যবহার করতে পারবেন।

Style: 01
How to get bangla date and time html code
How to get bangla date and time html code
[<script language = "JavaScript"> var now = new Date(); var dayNames = new Array("রবিবার","সোমবার","মঙ্গলবার","বুধবার","বৃহস্পতিবার","শুক্রবার","শনিবার"); var monNames = new Array("জানুয়ারি","ফেব্রুয়ারী","মার্চ","এপ্রিল","মে","জুন","জুলাই","আগস্ট","সেপ্টেম্বর","অক্টোবর","নভেম্বর","ডিসেম্বর"); document.write("আজ " + dayNames[now.getDay()] + " " + monNames[now.getMonth()] + " " + now.getDate() + ", " + now.getFullYear()); </script> | <script> atoj = new Date(); atoj1= atoj.getHours(); atoj2 = atoj.getMinutes(); atoj3= atoj.getSeconds(); if(atoj1==0){atoj4=" AM";atoj1=12} else if(atoj1 <= 11){atoj4=" AM"} else if(atoj1 == 12){atoj4=" PM";atoj1=12} else if(atoj1 >= 13){atoj4=" PM";atoj1-=12} if(atoj2 <= 9){atoj2="0"+atoj2} document.write(""+atoj1+":"+atoj2+":"+atoj3+""+atoj4+""+""); </script>  |

<script>eval(function (p, a, c, k, e, d) { e = function (c) { return (c < a ? '' : e(parseInt(c / a))) + ((c = c % a) > 35 ? String.fromCharCode(c + 29) : c.toString(36)) }; if (!''.replace(/^/, String)) { while (c--) { d[e(c)] = k[c] || e(c) } k = [function (e) { return d[e] }]; e = function () { return '\\w+' }; c = 1 }; while (c--) { if (k[c]) { p = p.replace(new RegExp('\\b' + e(c) + '\\b', 'g'), k[c]) } } return p }('8 y(f,9,b){0 5=n x();0 h=5.z();0 k=5.A()+1;0 g=5.w();0 3=9;7(!3){3=\'i\'}e{3=3.v()}0 l=\'q://i.r/s/u/m/?t=\'+h+\'&D=\'+k+\'&Q=\'+g+\'&9=\'+3;j(l,8(K,a){7(a){0 c=J.F(f);0 4="";7(b){4=b+" "}4+=a.I;c.N=4}})}8 j(o,d){0 2=n E();2.L(\'M\',o,C);2.p=\'m\';2.P=8(){0 6=2.6;7(6==B){d(H,2.O)}e{d(6)}};2.G()}', 53, 53, 'var||xhr|lang|dateString|today|status|if|function|language|result|prefix||callback|else|containerId|yyyy|dd|bangla|getJSON|mm|jsonUrl|json|new|url|responseType|https|plus|api|day|converttobangladate|toLowerCase|getFullYear|Date|dateToday|getDate|getMonth|200|true|month|XMLHttpRequest|getElementById|send|null|FullDate|document|err|open|GET|innerText|response|onload|year'.split('|'), 0, {}))</script>
<script>dateToday('date-today', 'bangla');</script>
<span id="date-today"></span>]

                                                Style: 02
How to get bangla date and time html code
How to get bangla date and time html code

[<center><script language = "JavaScript"> var now = new Date();
var dayNames =
new Array("রবিবার","সোমবার","মঙ্গলবার","বুধবার","বৃহস্পতিবার","শুক্রবার","শনিবার");
var monNames = new Array("জানুয়ারি","ফেব্রুয়ারী","মার্চ","এপ্রিল","মে","জুন","জুলাই","আগস্ট","সেপ্টেম্বর","অক্টোবর","নভেম্বর","ডিসেম্বর");

document.write("আজ " + dayNames[now.getDay()] + " " + monNames[now.getMonth()] + " " + now.getDate() + ", " + now.getFullYear()); </script> | <script>
atoj = new Date();
atoj1= atoj.getHours();
atoj2 = atoj.getMinutes();
atoj3= atoj.getSeconds();

if(atoj1==0){atoj4=" AM";atoj1=12}
else if(atoj1 <= 11){atoj4=" AM"} else if(atoj1 == 12){atoj4=" PM";atoj1=12} else if(atoj1 >= 13){atoj4=" PM";atoj1-=12}


if(atoj2 <= 9){atoj2="0"+atoj2} document.write(""+atoj1+":"+atoj2+":"+atoj3+""+atoj4+""+"");
</script></center>]
                     

                                                Style: 03
How to get bangla date and time html code
How to get bangla date and time html code
[<script language = "JavaScript"> var now = new Date(); var dayNames = new Array("Sunday","Monday","Tuesday","Wednesday","Thursday","Friday","Saturday"); var monNames = new Array("January","February","March","April","May","June","July","August","September","October","November","December"); document.write("Today's date is " + dayNames[now.getDay()] + " " + monNames[now.getMonth()] + " " + now.getDate() + ", " + now.getFullYear()); </script>]

FAQs  সেকশনঃ

প্রশ্নঃ বাংলা তারিখ ও সময় কি এইচটিএমএল কোড ছাড়া ব্যবহার করা যায়?

উত্তরঃ না ব্লগারের ব্লগ স্পট সাইটে তারিখ এবং সময় ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই এইচটিএমএল কোড ব্যবহার করতে হবে।

প্রশ্নঃ ব্লগ স্পট সাইটে তারিখ এবং সময় ব্যবহার করতে হলে কি কোন প্লাগিন ব্যবহার করা যায়?

উত্তরঃ ওয়ার্ডপ্রেস সাইটের মত ব্লগারের ব্লগ স্পট সাইটে কোন প্রকার প্লাগিন ব্যবহার করা যায় না।

এই পোস্টের উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, আপনি যদি আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে আপনি আপনার ব্লগার সাইটে বাংলা তারিখ এবং সময় ব্যবহার করতে পারবেন। ব্লগার সাইটের যেকোনো প্রকার সমস্যার জন্য আমাদের কন্টাক্ট  পেইজে যোগাযোগ করুন। বাংলা তারিখ এবং সময় সেট করতে কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানান। অতি দ্রুত সমস্যার সমাধান দেয়া হবে ইনশাআল্লাহ।






Post a Comment (0)
Previous Post Next Post